[ Genre- Poem | Page- 20 | Date- 22/03/2021 ]
~ অলির কথা ~
Dedicated to Madhuchhanda. >
কত রমনী রূপ রজ্জুতে কতশত মনরথ
টানে,
কতশত দেহ কড়ি কাঠ বেয়ে বিঁধেছে শূণ্যে--- সেও জানে !
অলি সবই বোঝে তবু গৃহ খোঁজে গুঞ্জন-গীত নাহি ছাড়ে,
শুধু মধু নহে, ছন্দের-ও নেশা দিবানিশি তার ঘুম কাড়ে।
পলান্ন হাঁড়ি চড়াবে বলে ঐ যে শরীর বিকিয়ে
যায়---
তারই আঙিনার মৃত্তিকা বহে শারদ-দেবীর স্নানের দায়।
মনে আশ রেখে অলি চেয়ে দেখে প্রখর মিহির ধায়
পাটে;
ছন্দে, মধুতে সোহাগের স্রোতে লভিবে মিলন প্রেম নাটে।
Esc to 'Story Section'
Story Section Esc to 'Index Page'
Index Page
No comments:
Post a Comment