Thursday, March 31, 2022

Page 21

[ Genre- Poem | Page- 21 | Date- 31/03/2022 ]
~ যদি হই মেয়ে... ~
Dedicated to Madhuchhanda.

তোর ভেতরে ছিলেম--- যেমন ঘুমোয় ইঁদুর-ছানা ? 
মুখ, চোখ, কান থাকতেও নাকি ছিলেম বোবা কানা !
কোলে এলে প'রে চুমকে গালে ডাকলি 'বাবু' বলে !
কেমন ভাবে ডাকতিস এই আমিই মেয়ে হলে ?
বাবা এনেছে গাড়ি, প্লেন--- নানা খেলনা জমজমাটি ! 
মেয়ে হলে নাকি আনতো কেবল পুতুল, খেলনাবাটি ।
দ্বাদশ বর্ষে বলেছিলি--- "খোকা করিস যা তোর রুচি",
মেয়ে হলে ওটা তুই শেখাতিস --- "মাস শেষে অশুচি" ?
 
কাঁদলে বললি--- "অমন করে মেয়েরা কাঁদে বোকা..."
আচ্ছা, না কাঁদলে তবেই--- শুর-বীর, একরোখা ?
হলে ভুল সেটা--- 'ছেলেমানুষী', 'মেয়েমানুষী' হয় না ?
যত স্মৃতি বলে 'ছেলেবেলা'; কেন 'মেয়েবেলা' তারে কয় না ?
বুড়ো বুড়িদের চোখ ফুটলে , বিবেক হলে ভালো---
তবেই তারা আঁধার ছেড়ে নীরবে হেরিবে আলো।



Esc to 'Story Section'
Story Section Esc to 'Index Page'
Index Page

No comments:

Post a Comment