[ Genre- Poem | Page- 19 | Date- 01/05/2020 ]
~ খোঁজ ~
( লেখা - Pahelee Pal )
হারিয়ে গেছে আজ বহুকাল
পেরিয়ে গেছে সময় ঢেউ,
তবুও কেমন অপেক্ষা এক
ফিরিয়ে যদি আনে কেউ।
প্রহর কেটে দিন গড়ালো
কাটলো কত বছর মাস,
কে জানে সে কোন অজানায়
কোন কূলে তার পরবাস।
খুব কাছে সে, তবুও যেন
ভীষণ রকম অভাব তার,
দর্পণেতেও একটু দেখা
পাইনা এখন আমি আর।
কত খুঁজেছি, ডাক দিয়েছি
দুপুর রাত্রি, সকাল ধ'রে
জানতে বড় ইচ্ছে হয়
ওরা হারায় কেন, কেমন করে ?
কোথায় গিয়ে গুঁজলে মাথা
কোথায় গিয়ে খুঁজলে ঠাঁই -
বলতে পারো আবার আমি
হারানো সেই আমায় পাই ?
Esc to 'Story Section'
Story Section Esc to 'Index Page'
Index Page
No comments:
Post a Comment