[ Genre- Poem | Page- 18 | Date- 26/07/2019 ]
~স্বপ্ন-বিভ্রাট~
আজব ঘরের আজব কথা বলব কত আর ?
ফ্যানের স্যুইচ টিপলে পরে লাইট জ্বলে যার।
বাবা বলে "ফ্যান কোথা রে ! পাশের ওটা আলো,
আগের বারে হাত পড়তেই গিজার চালায় শালো !"
দাদু বলেন "পড়েনি ছানি তবুও আমি বুড়ো---
বাঁদিকেরটা দাবলে নাকি গুলিয়ে যাচ্ছে পুররো !
স্যুইচ ছিল বাঁদিকেতেই, ডান দিকটায় প্লাগ...
ধুত্তেরি ছাই আর পারিনা, আঁধারেই বসি ভাগ্ !"
গিন্নী বলে "এবার আমায় কেউ বোঝাবে প্লিজ ?
ডাইনে ওটা দিয়েই দুপুরে চাললাম তো ফ্রীজ।
ছেলে আমার ঐ স্যুইচেই টি. ভি. চালায় নাকি..."
ঘুরছে মাথা, থামবে এবার ? এসব হচ্ছেটা কি !
বলি আমি, কানেকশনেই গলদ আছে তবে
কালই ডাকি মিস্তিরি--- এর হেস্তনেস্ত হবে।
মিস্তিরিটা পেয়েই যেন হাতে আকাশের চাঁদ,
কিন্তু ব্যাটা এ তো দেখি বদ্ধ উন্মাদ !
বোর্ডের সামনে দাঁড়িয়ে এমন হাসি দিল জুড়ে
হাসতে হাসতে টেস্টার, প্লাস সবই দিল ছুঁড়ে।
পাশের বাড়ির জোর রেডিওয় হঠাৎ শুনি গান,
সেই গানেতেই ঘুম ভাঙল; জুড়িয়ে গেল প্রাণ---
"জিন্দেগি খোওয়াব হ্যায়, খোওয়াব মে ঝুঠ ক্যায়া ?
অউর ভালা স্যচ্ হ্যায় ক্যায়া !...
জিন্দেগি খোওয়াব হ্যায়.... "
Esc to 'Story Section'
Story SectionEsc to 'Index Page'
Index Page
No comments:
Post a Comment