Wednesday, August 14, 2019

Page 2
[ Genre- Mystery | Page- 2 | Date- 14/08/2019 ]
~পেঁচি~
  মুখে একটা বাঁকা হাসি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে ছিলাম বেশ কিছুক্ষণ, যেন ওর কথাটা আর পাত্তাই দিলাম না। এবারে মেয়েটা বলে উঠল, ওর গলায় এক চাপা অভিমানী সুর অনুভব করলাম--- "বিশ্বাস হচ্ছে না বুঝি ?" 
আমি দেখলাম নাঃ এর সাথে বকতে থাকলে আমার মাথাতেও ছিট্ পড়তে বেশি দেরি নেই ! তবে কি বলে পাশ কাটানো যায় সেটাও বুঝতে পারছি না যে। একজন কথা বলছে আমাকে উদ্দেশ্য করেই তাকে মুখের সামনে উপেক্ষা করে চলে গেলে খারাপ হবে, কিন্তু একটা পাগলকে আর কিই বা জবাব দেব ?" 
আমাকে চুপ থাকতে দেখে উত্তেজিত হয়ে বলল--- "পাগল ভাবছিস তো ?... বেঁচে থাকাকালীন ওটাই বলতো সবাই... কিন্তু ওটা 'পাগল' না 'পাগলী' হবে... মেয়ে তো !" 
এবাবা... মেয়েটাকে যে আমি পাগল ভাবছি সেটা সে আমার মুখের হাবভাব, বিরক্তি দেখেই বুঝে ফেলল! আমি এবার আর কি বলব না বুঝতে পেরে অন্যমনস্ক হয়ে গাড়িতে স্টার্ট দিয়ে ফেললাম। 
মেয়েটা একবার তার ঔৎসুক চোখে আমার দিকে তাকিয়ে তারপর অন্য দিকে ঘুরে গেল। এবারে জানি না ঠিক কি হল... গাড়ির স্টার্টটা চাবি ঘুরিয়ে বন্ধ করে দিলাম। বাইক থেকে নেমে ওকে শুধালাম--- " তা তোর বাড়ি কোথায় ?" 
এবারে সে একদম বাচ্চাদের মত একটা ছোট্ট হাসি হেসে আমার দিকে ফিরে হাত দেখিয়ে বলল--- "ঐ যে ঐ সামনের মেইন রোডটা দিয়ে অল্প গিয়ে, বাঁ হাতের কাঁচা রাস্তা হয়ে কিছুটা গেলেই আমার বাড়ি... মানে মেস্, আমি মেস্-এ থাকি।" 
ভূতে নাকি মেসে থাকে ! যত্তো গাঁজাখুরি গল্প দেওয়ার আমিই পেলাম ?--- মনে সেটা ভাবছি, এমন সময় আমাকে সে আরো একবার অবাক করে দিয়ে বলল--- "কেন ভূত হলে কি মেস্-এ থাকা বারণ ?" কথাটা শুনে মনে হল বেশ ভালো রকম অভিমান নিয়েই বলেছে কথাটা কিন্তু আমি মনে যা ভাবলাম সেটা বুঝে নিল কি ভাবে ? যাই হোক অত পাত্তা না দিয়ে আমিও ব্যাঙ্গের সুরে বললাম--- "তা থাকতে পারে অবশ্যই কিন্তু বান্ধবীটার ঘরে তো যখন ছিলি তখন তো তোকে আমরা সবাই দেখেছি, ভূতকে কি ওরকম সার্বজনীন ভাবে দেখা যায় নাকি ?" 
মেয়েটি : "না তো... আমি যাদের দেখা দেব বলে মনে করি, যে ব্যক্তিটা হয়ে দেখা দেব মনে করি লোকে তেমনিই দেখে আমাকে। যার বাড়ি গেছিলাম, তার বান্ধবীই ছিলাম এককালে... তবে তার পরিচিত সেই বান্ধবীটি হয়ে দেখা দিইনি তাকে, তা হলে সে নির্ঘাত জ্ঞান হারাতো... অন্য এক বান্ধবী যে ঐ সময়ে বাড়িতে ছিলনা কিম্বা আসবে না সে-ই হয়ে এসেছিলাম। আর বাকিদের তো দেখাই দিই নি, তাদের কাছে অদৃশ্য ছিলাম !" 
এতকটা কথা গড়গড় করে বলে থামলো মেয়েটা। আমি বেশ বুঝতে পারছি যে সে ভূত হোক আর নাই হোক আমার ঘাড়ে দিব্যি চড়ে বসেছে ! এখন দুজনেই রোডের ধারে বাঁ পাশের কাঁচা রাস্তা ধরে হাঁটছি, বাইকটা আমি ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছি ওর প্রলাপ গুলো শুনতে শুনতে। আমাকে বাইক হাঁটিয়ে নিয়ে যাচ্ছি দেখে সে বলে উঠল--- "বাইকটা কি স্টার্ট নিচ্ছে না ? নাকি আমাকে চাপিয়ে মেস ছেড়ে দিতে গেলে বেকার তেল খরচ হবে ?" 
এটা শুনে আমি আবার একটু লজ্জায় পড়লাম, সেরকম কোনো মনোভাব ছিলনা,এইটুকু রাস্তা একজনকে লিফ্ট দিতে কি আর তেল পুড়বে ! আসলে আমিই চাইছিলাম না যে এই অল্প রাস্তাটা বাইকে যাই, তা হলে তো এখনি ওকে মেস ছেড়ে দিয়ে ফিরে যেতে হবে, আর তাতে ও যে ঠিক কতটা পাগল, কোথায় থাকে সেটা জানা যাবেনা। 
আমি কথা ঘোরাতে হেসে হেসেই বললাম--- "আচ্ছা তুই যে বললি তুই যেরকম চাস সেরকমই লোকে তোকে দেখতে পায়... তো আমাকে ঠিক কি হয়ে দেখা দিয়েছেন আপনি আমি তো আগে দেখিনি আপনাকে ?" 
সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল--- "হুমম্... তাই তো আমি যেমন দেখতে তেমন হয়েই তোকে দেখা দিলাম !" সময়টা বেশ কাটছে, এরকম হ য ব র ল বার্তালাপ তাও এক অচেনা মেয়ের সাথে এই প্রথম--- বেশ ইন্টারেস্টিং লাগছে। মেয়ে পাগল... মানে পাগলী হলেও হার্মফুল বলে মনে হচ্ছে না। 
ওর দিকে তাকাতেই দেখি আমার দিকে চোখ বাঁকিয়ে বিরক্তি ভরে তাকিয়ে হাঁটছে যেন বুঝতে পেরেছে আবার মনে মনে পাগলী বলছি ওকে। 
হ্যাঁ সত্যি তাই... সে আমাকে রাগি গলায় আবার বললো--- "তোর এখনো আমার কথায় বিশ্বাস হচ্ছে না ?" 
আমি এবারে জোর গলায় বললাম--- "আরে ভূতই মানি না, তার উপর ভূতের কথায় বিশ্বাস..." 
সে আমাকে মাঝেই থামিয়ে দিয়ে বলল--- "কেন... ? মানিস না কেন ভূতে ?"


Esc to 'Story Section'

Story Section

Esc to 'Index Page'

Index Page

No comments:

Post a Comment