~পেঁচি~
কিন্তু গতকাল কি স্বপ্নটা দেখে ছিলাম নাকি আজ এখন যেটা হল সেটা স্বপ্ন !... তাই বা কি করে হয় ? যাই হোক 'হ্যালুসিনেট' করবার পাত্র আমি নই--- Nerves আমার ভালো রকম strong আর তাছাড়া সেসব নেশা-পাতিও আমি করিনা ! ঐ কালেভদ্রে একটা দুটো সিগারেট খাই ওটাই যা।
গোড়া থেকে বলি, যেদিন ওকে প্রথম চোখে পড়ে... মানে এই গতকাল ---
একজনের বাড়িতে এসেছি, ছোট বেলার এক বান্ধবী; তার বাবা গত হয়েছেন, তো condolence জ্ঞাপনে আমরা কয়েকজন বন্ধু সমবেত হয়েছি বিকাল বেলায়।
পাশাপাশি রাখা চেয়ারে বসে আছি আমরা, এমন সময় একটা মেয়ে এসে বসল আমার সামনের দিকে টেবিলের ওপারের চেয়ারটায়। নিজেদের কথায় মশগুল আমরা, আমি নবাগত মেয়েটিকে চিনিনা দেখিনি আগে, স্বভাবতই আবার আগের মত আলোচনাতে মনোনিবেশ করলাম। কিছুক্ষণ পর আবার চোখ চলে গেল ঐ সামনের চেয়ারে বসা মেয়েটার দিকে, দেখি সে একটা 'কেবলা' হাসি হেসে, মায়া মাখানো চোখে সামনের টেবিলে রাখা মিষ্টির বাটি থেকে একটা মিষ্টি তুলে দিব্যি একমনে খাচ্ছে ... জানিনা এসে থেকে ও আমাদের বান্ধবীটার সাথে যে কি কথা বলল, কতক্ষণ বলল; আসলে আমি থেকে থেকেই একটু অন্যমনস্ক হয়ে পড়ি।
যাই হোক এমন সময় হঠাৎ কারেন্টটা চলে গেল, টেবিলে একটা মাঝারি রকমের মোমবাতি রাখা ছিল তা বান্ধবীটা হাতে নিয়ে দেশলাইয়ের খোঁজ করতেই পাশের একটা বন্ধু পকেট থেকে দেশলাই বের করে ওকে এগিয়ে দিল, তবে সে দেশলাইয়ের একটা কাঠিও ফলপ্রসূ হল না ! অবাক ব্যাপার... কাঠি গুলো তো ভেজা নয়, ঠিকই আছে। শেষমেশ মোবাইলে ফ্ল্যাশ জালিয়ে একটা এমারজেন্সি লাইট আনা হল। আর কিছুক্ষণ গল্প সেরে নিয়ে উঠে যাওয়ার সময় একবার তাকালাম সেই মেয়েটি যেখানে বসেছিল সেখানে, কিন্তু সে এখন আর ওখানে নেই, চেয়ারটা ফাঁকা।
এ তো আচ্ছাই মুশকিল--- আমি কি এতই অন্যমনস্ক, আপনভোলা হয়ে থাকি সব সময় যে সামনে থেকে কেউ উঠে চলে গেলেও তা চোখে পড়ে না !
বান্ধবীর বাড়ির মেইন গেট দিয়ে বাইকটা বের করেছি, পেছন থেকে মিহি গলায় শুনতে পেলাম--- "কি রে... কি দেখছিলি আসার পথে চেয়ারটার দিকে তাকিয়ে ?"
আচমকা এরকম প্রশ্নে হতবাক হয়ে পেছনে ফিরতে দেখি ঐ মেয়েটাই ! বেশ রকম লজ্জাই লাগলো আমার; আমি যে বেরিয়ে আসার পথে ওকেই খুঁজছিলাম সেটা সে লক্ষ্য করেছে, ভারি awkward পরিস্থিতি। যাই হোক, স্টার্ট বন্ধ করে নামলাম গাড়ি থেকে। আমতা আমতা করে বললাম--- "না... মানে... ওই এমনিই !"
মেয়েটি ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি ফুটিয়ে শুধু বলল--- "হুমম্..."
সৌজন্যতার খাতিরে আমি এবার ওর নামটা শুধালাম এমন একটা ভাব নিয়ে যেন নামটা তো জানি তবে পুরোটা ওর মুখে শুনতে চাই সেইরকম।
সে এবারে যা বলল তাতে আমি দারুণ ভাবে অবাক আর বিরক্তই হলাম, আমার প্রশ্নের উত্তর না দিয়ে সে একটা অযাচিত কথা বলে বসল--- "তুই কি এখনও আমাকে একটা মানুষ ভাবছিস ?"
এই অদ্ভুত, অপ্রাসঙ্গিক কথাতে কি বলি বুঝতে না পেরে বিরক্তিটা চেপে রেখেই বললাম--- "তা না তো কি... ভূত ?"
মেয়েটি : "হুমম্...।"
মনে ভাবলাম হয় মেয়েটার মাথায় ছিট আছে আর নয় ভীষণ ইয়ার্কিবাজ, বাচাল। তাছাড়া আর কি ? না হলে চেনা নেই জানা নেই একটা ছেলের সাথে গায়ে পড়ে এভাবে প্রলাপ বকে !
Esc to 'Story Section'
Story SectionEsc to 'Index Page'
Index Page
No comments:
Post a Comment