Thursday, July 18, 2019


Page 14

[ Genre- Poem | Page- 14 | Date- 21/03/2018 ]
~ভালো রে ভালো~
 

'ষোলো আনা থেকে যদি ষোলো আনা যায়',

হিসেবের গোঁজামিলে গোল্লা সে খায় !

ছেলেটা যে না ঘুমালে পাড়া না জুড়ায় !

বুলবুলিতে ধান যে খেলো !--- পেলো সে কোথায় ?

সময়ের বেশি বেগে ঘড়ি ছোটে হায় !

রসাতলে গেলে বুঝি রসবোধ পায় ?

বুদ্ধিজীবী হবার মত বুদ্ধি তার নাই,

"বৃথা চেষ্টা ফুটা পাত্রে" তেষ্টা মেটার তাই ....




Esc to 'Story Section'

Story Section

Esc to 'Index Page'

Index Page

No comments:

Post a Comment