[ Genre- Mystery | Page- 1 | Date- 23/02/2019 ]
~দুপুর~
শনিবারের দুপুর, হাফ বেলা স্কুল ফেরতা আমি আজ ভাতটা রুনু-দের বাড়ি গিয়েই খাব, প্রায়ই যাব যাব করে আর হয়ে ওঠে না; রুনু-এর মা রোজ সকালেই বাড়ির রান্না সেরে অফিস যান, ফিরতে বিকেল গড়িয়ে পড়ে; রুনুর বাবাও অফিস থেকে ফেরেন রাত করে। ওদের বাড়ি এসেই সোজা দোতলায় উঠে ডাক দিলাম আমার চেয়ে ৩ বছরের ছোট রুনুকে। কোনো সাড়া পেলাম না! কাজের লোকটাও নিচের ঘরে দিব্যি ঘুমিয়ে পড়েছে; ভর দুপুরে বাড়িটা খাঁ খাঁ করছে। উপর ঘরে হাত মুখ ধুয়ে একটু বসতেই স্পষ্ট শুনলাম কাকিমা ডাকছেন "কৈ রে নিচে আয়, খাবি আয়..." সিঁড়ি দিয়ে নিচে নামতে যাব, এমন সময় পাশের আলমারির ভেতর থেকেই রুনুর গলা পেলাম "যাসনা দাদা, আমিও প্রায়ই দুপুর বেলাগুলোতে ঐ ডাক শুনতে পাই !!!"
Esc to 'Story Section'
Story SectionEsc to 'Index Page'
Index Page
No comments:
Post a Comment