Friday, October 11, 2019


Page 7

[ Genre- General Article | Page- 7| Date- 08/09/2018 ]

~আমি কর্ণ হব~

 

"আমি কর্ণ হব, কর্ণ হব !"

''কেন রে 'কর্ণ' কেন ? 'অর্জুন' হোস... শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন হবি... চিনবে লোকে তবেই।"

"আমার যে লোককে চেনানোর প্রয়োজন পড়ে না !... আমি 'কর্ণ' হব... আমি 'কর্ণ' হব।"

"আহহা... বুঝিসনা কেন 'কর্ণ' সে তো কৌরবদের দলে ! অধর্ম-কে প্রশ্রয় কে দেয় !"

"দাদা গো তুমি মহাভারত টা পড়েছ বটে... তবে ভালো করে পড়ো নাই !"

"তবে কি তুই ভালো করে পড়েছিস ? কি জানিস ছাই তুই ?"

"আমি জানি যে কর্ণ -টা কারোর দলে ছিলনা ... না 'কৃষ্ণ আশ্রিত' বিবেকহীন পান্ডবদের দলে না-ই 'বিকৃত মস্তিষ্কের' অকর্মণ্য কৌরবদের দলে ! সে ছিল নিজেই নিজের রাজা... তার রাজত্ব আঞ্চলিক ছিলনা... তার রাজত্ব যে কোথায় কোথায় তা জানতে এখোনো আরও কয়েকবার পড়তে হবে মহাভারত-টা। যতটুকু বুঝেছি সে নিজের জন্য লড়াই করে গেছে... কৌরবদের থেকে পাওয়া 'অঙ্গরাজ' খেতাব-ও তার কাছে নগন্য !... শুধু সে লড়াই করে গেছে নিজেকে চেনানোর জন্যে.... চেনে নি তাকে কেউ..... সত্যিই চেনেনি.... চিরটা জীবনের জন্যে কৌরব-দল বলেই পরিচিত সে ! তা হোক... লোকের কথায় কান দিলে তার চলেনা যে।"

"তা হলে 'ধর্ম আর' অধর্ম' ?"

"সে কে বিচার করবে ? তুমি দাদা ?.... তুমি কি বিচার করবে ? সে তোমারি মানদন্ড যে ! আর তুমি তা ধর্ম অধর্ম-এর নাম দিয়ে চালিয়ে দেবে ? সে হতে দেব না !" "মানে ?"

"মানে আর কিছুই না, সে সময় কর্ণ তার 'কবজ-কুন্ডল' না বুঝেই দানের খাতিরে দান করেছিল নয়তো 'হামাগুড়ি' দেওয়া অর্জুনটা আজও হামা-ই টানতো ! তাতে অধর্ম-এর জিত হতো ? কখনও না... জিততো 'কর্ণ'-টা... কৃষ্ণের সান্নিধ্য পাওয়া কিম্বা না পাওয়া সত্ত্বা গুলো না ! আর রইলো বাকি 'ধর্ম-অধর্মের' ব্যাখ্যান তো সেটাকে কি 'কর্ণ'-টা কোনও দিন তোয়াক্কা করে ?... কারণ সে কর্ণ সে জানে !

"অর্জুন-কে তুই তবে সস্তা বলছিস ?"

"আমি কিছু বলছিনা, তোমাদের 'মহাভারত'-ই বলছে যে--- একদিকে 'একলব্য' - এর আঙ্গুলটা গুরুদক্ষিণায় চলে যাওয়ায় ফাঁকা মাঠে goal দেওয়ার সুবিধা কজন পায় ? অন্যদিকে, ব্যাটা নীরেট বুদ্ধিকে বোঝাতে গিয়ে কৃষ্ণ-কে যে ভাবে মাথার ঘাম পায়ে ফেলতে হয়েছিল ! তা নইলে আজও সে সেই গাছের ডালে পাখির চোখ নিশানা করে তির ছুঁড়ে যেত... যুদ্ধটা জেতা তার আর হত না।"

"বলিস কি ??? "

"হ্যাঁ ঠিক বলি... আমাকে যেই বলুক না কেন যে--- "এই উচিত সময়, চালাও তোমার তির!" আমি চালাতাম না... কক্ষনো না; তাতে ধর্ম অধর্ম একসাথে থেকে যেত ! যেত থেকে তাতে কি? ... সেরকম তো আজও আছে। তোমাদের সেই মহাভারতে কর্ণ-টা কষ্ট পেয়েও, পান্ডবরা বাহবা পেয়েও তো আজ কিছু চাল ওল্টাতে পারো নি!"

"এসব কি বলিস তুই ?"

"আমি ঠিক বলি--- আমি 'কর্ণ' হব, আমি 'কর্ণ' হব...! "

"কিন্ত তুই 'অর্জুন' না হলে যে আমাদের যাত্রাপালা-টা হবেনা !"

"তা না হোক !... আমি 'কর্ণ' হব... আমি 'কর্ণ' হব...!!! "



Esc to 'Story Section'
Story Section Esc to 'Index Page'
Index Page

No comments:

Post a Comment