[ Genre- Poem | Page- 4 | Date- 02/11/2017 ]
~শ্রান্ত~
সবুরে নাকি মেওয়া ফলে ?
সময় থাকেনা অপেক্ষায় !
"কেউ সে খেল বিকানো শরীর,
কেউ যে শরীর বিকিয়ে খায়"!
ধূসর জগৎ রাঙিয়ে তুলে
সূর্য্যি পাটে ঢলে পড়ে,
সাধ্বী শরীর নষ্ট করে---
কারোর ভাতের হাঁড়ি চড়ে।
Esc to 'Story Section'
Story SectionEsc to 'Index Page'
Index Page
No comments:
Post a Comment