Friday, July 19, 2019


Page 5

[ Genre- General Article | Page- 5| Date- 29/06/2018 ]
~স্বভাব-চরিত্র~
 

কোনো এক দিনের শেষ বেলায়, শ্রান্ত মনে আপন পথে হেঁটে চলেছি, আকাশ তখন গোধূলি... এমন সময়, হঠাৎ-ই মাঝপথে আলো-ছায়ায় আচ্ছন্ন দুই ব‍্যক্তি-সত্তাকে দেখে থমকে দাঁড়ালাম !

যদিও আমি ছিলাম একাই, তবে মনে হল সময়টাও দাঁড়িয়ে পড়ল ঠিক পাশেই । হয়তো সে দাঁড়ালো আমার ভ্রান্ত ধারণার পতন আর নিদারুণ উপলব্ধির উপর পরিহাস করার জন্যই !

কিছুক্ষণ বাদে, আবছা ভাবটা কাটতেই দেখি সেই দুই আর কেউ না--- তারা 'স্বভাব' আর 'চরিত্র' ! প্রথমটায় বেশ অপ্রস্তুত আর অস্থির মনে হচ্ছিল নিজেকে কারণ এতকাল এদেরকে

অভেদ গণ‍্য করেই এসেছি, আর এবার দেখি এরা আপাতদৃষ্টিতে পরস্পর সঘন, ওতপ্রোত কিন্তু সূক্ষ্ম হলেও তাদের মাঝে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর আছে এবং তা অনন‍্য ! আসলে সেদিনের আগে পর্যন্ত এদের নিয়ে তেমন ভাবিনি, ভাববার দরকার পড়েনি, তাদের বিষয়ক কোনো ঘটনা উপস্থিত হলেই হয় এড়িয়ে গেছি নয়তো তাদের এক ও অদ্বিতীয় রূপে মেনে

নিয়েছি আর আমার এমত ভুলের সুযোগ বুঝেই 'সময়'-টা তাই নিজের সুবিধা মত নির্লজ্জ হয়ে পাশে দাঁড়িয়ে রদন বার করেছে ! সেই মহৎ দিনের ভীষণ আত্মপোলব্ধি ঠিক এইপ্রকার---

'স্বভাব' এবং 'চরিত্র' এরা অবশ্যই পৃথক ; 'স্বভাব'-এর বৈশিষ্ট্য বস্তুর 'ভর' (mass) স্বরূপ অন‍্যদিকে 'চরিত্র' বস্তুটির 'ওজন' (weight) ! আর তাদের মধ্যে একটি মাত্রই বস্তুর স্বকীয় ধর্ম ।

সত্যি বলতে কি, সেই দিনটাতে 'সময়'-টা পাশে দাঁড়িয়েছিল ঠিকই তবে পরিহাস করনি, হয়তো পরিস্থিতির গাম্ভীর্যতার আন্দাজ সে পেয়েছিল !!!



Esc to 'Story Section'

Story Section

Esc to 'Index Page'

Index Page

No comments:

Post a Comment