Friday, July 19, 2019


Page 4

[ Genre- General Article | Page- 4| Date- 27/06/2018 ]
~ভক্তেরভগবান~
 

প্রথমত, "Sadda Haq Aithe Rakh"--- বুলিটা একটা তোতা পাখিকে শিখিয়ে দিলে সেও অনায়াসে আওড়াতে পারে !

কিন্তু তার কাছে সে অর্থ অবোধ্য, আর মূল্যটাও তার প্রিয় কাঁচা লঙ্কার চেয়ে ঢ়ের কম ! অন‍্যদিকে, "Charity Begins At Home"---এটাও মানতেই হবে ।

দ্বিতীয়ত, কারোর কোনো সংস্কৃতি, আস্থা বা রীতি-রেওয়াজের বিরুদ্ধে বলছিনা... কিন্তু যাদের এগুলো বারম্বার মনে হচ্ছে যে 'ভাই ফোঁটা', 'সিঁদুর খেলা', 'রাখি বন্ধন', 'করওয়া চৌথ', 'শিবরাত্রি' ইত‍্যাদি কেবল 'পুরুষদের'ই জন্য,

আর তাতে পুরুষরাই কেবল উচ্চ স্থান পাচ্ছে, তবে দরকার নেই তাদের এসব করে ! সবার-ই স্বাধীনতা আছে ! তাদের সহৃদয়, স্বাগত জানাই যে তারা নিজেরাই ঐ ফালতু জ্ঞান না দিয়ে (জ্ঞানপাপি না হয়ে) এসব বন্ধ করুক চিরতরে !

এদিকে যতদূর মনে হয় ভারতীয় সংবিধানেও সেসব কর্মের বাধ‍্য- বাধকতা নেই, আর আশা করি ঐ Activity গুলো না করলেও পুরুষেরা তাদের পৌরুষ হারাবে না বা মহিলারা তাদের মাহাত্ম্য-চ‍্যুত হবেনা

(কয়েকটি সরকারি বা বেসরকারি ছুটি মার যাবে ঠিকই, কিন্তু Working-Days গুলো বাড়বে, দেশহিত হবে !),আর 'ভাই ফোঁটা' না পালন করলে ভাই একটু রাগ করবে এই বড়জোর (বাকি কৃত‍্য গুলির ক্ষেত্রেও সেরকমই প্রযোজ‍্য),

তবে পৃথিবীটাও ঠিকই ঘুরবে--- মোট কথা জগৎ-চরাচরের ক্ষতি হবে না !!! অবশ‍্যই অধিকার আছে সবার প্রশ্ন করার এবং সমানাধিকারের, তবে "কে, কি পেলো ?" "কেন পেল ?" "সমানাধিকার দেওয়া হচ্ছে না" "আমরা কেন পাচ্ছি না ?"--- কেবলই এসবের নিঃসার, পঙ্গু আলোচনা,

তর্ক না করে যদি তারা সটান 'নিজকর্ম' বা কর্তব্য করে যায়, কোনো বাধা এলে নিজে লড়ে নেয়, সবলেরা দুর্বলের পাশে দাঁড়ায়, আর অতি অবশ্যই অন‍্যের কাঠি না করে বা নিজ-স্বার্থে,

অহেতুক তীব্র ঈর্ষার বশে অন‍্যকে ল‍্যাং না মেরে এগিয়ে যায় তবে সেটিই সবলতার পরিচয়বহ হবে নচেৎ তারা চরম দুর্বলই কারণ 'কর্ম', 'সাহস' বিনে সমানাধিকারের রব--- অকর্মণ‍্যের কলরব ছাড়া আর কিছু নয় ! আর হ্যাঁ, যারা নতুন কিছু করছে, অন‍্যরকম কর্মে রুচি দেখাচ্ছে যা আগে তারা করেনি --- তাদের মনে কর্মবিরোধী এই ভাব-প্রশ্ন দূর করতে হবে যে "কেন আমরা করলেই আলোচনা ?... ওরা করলে ঠিক আর আমরা করলে ভুল ! ওরা করলে বীরত্ব আর আমরা করলে লজ্জা !... আমাদের নিয়ে আলোচনা বন্ধ হোক !"

তাছাড়া এবার তাই যদি দাবি হয় তাদের অতঃপর সবাইকে বলে বেড়াতে হয়, অনুরোধ করতে হয় যে ''তোমরা আলোচনা বন্ধ করো, নতুবা আমরা আমাদের এগিয়ে নিয়ে যেতে পারছি না"--- আর সেটা বীরত্বের পরিচয় কখনোই নয় ।

কারণ Market-এ নতুন কোনো Technology বা Fashion বা Product এলে তার আলোচনাটা হয়ই (ভালো কি মন্দ), সেসবের দিকে কান না দিলেই হল, নিজেকে মনুষ্যত্বের দিক থেকে প্রমান করাটাই শ্রেয়...

তাতে সময় লাগে, বীরত্ব লাগে, লাগে ধৈর্য্য, রাতারাতি তা হয়না উত্থান-পতন থাকে, আর কোনো কিছু এই Market-এ টিকিয়ে রাখলে তবেই সেটা Trend তথা Tradition হয়ে যায় !



Esc to 'Story Section'

Story Section

Esc to 'Index Page'

Index Page

No comments:

Post a Comment