Friday, July 19, 2019


Page 2

[ Genre- General Article | Page- 2| Date- 13/05/2018 ]
~Opaqueজীবন_স্বচ্ছগল্প~
 

রূপকথার গল্পে যখন 'সুয়োরাণী আর দুয়োরাণী' --- এদের কথা শুনতাম, তখন আপসেই বুঝতাম কে ঠিক কিরকম !

কিন্তু এখন আর বর্তমানের 'শর্তস্বাপেক্ষ' জগতে সেই কে যে 'সুয়োরাণী' আর কে-ই বা 'দুয়োরাণী' এটা বুঝতে গিয়ে, শেষ পর্যন্ত ঠোঁটে জ্বলন্ত চারমিনারের ছ‍্যাঁকাটাও এসে লাগছে... তবুও নিরুত্তরই হয়ে রয়েছি !

তাই এবার 'রাজা'-টার খোঁজে...ওকে পাকড়ে ওর কাছেই জেনে নেব পার্থক্যটা সে করে কিভাবে ?.... নাকি সে এখন নিজেই রূপকথার রূঢ় নিয়মটাকে দুমড়েমুচড়ে, ছুঁড়ে ফেলে আপন ছন্দে নতুন গল্প ফাঁদছে ?

তবে হ‍্যাঁ, এটা ঠিক যে--- চারমিনার কর্তৃক বুদ্ধির গোড়ায় ধুঁয়ো দিলেই যে 'জটায়ু'-এর 'প্রখর রুদ্র' হওয়া যায়--- তা কিন্তু নয়, ঠিক তেমনই 'সুয়োরাণী' ও 'দুয়োরাণী'--- এদের স্বচ্ছ সংজ্ঞাটা ঠিকঠাক না দিতে পারলে সে গল্পও জমে না !




Esc to 'Story Section'

Story Section

Esc to 'Index Page'

Index Page

No comments:

Post a Comment